Systems Engineering Skills Survey (Advanced Level)
এই সার্ভে টি মূলত সিস্টেম ইঞ্জিনিয়ারদের জন্য হলেও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে ভবিষ্যতে একজন দক্ষ সিস্টেম ইঞ্জিনিয়ার হতে হলে কি ধরনের স্কিল অর্জন করা জরুরী সে সম্পর্কে একটি ভাল ধারণা পেতে পারে। এখানে যে ধরনের স্কিল সম্পর্কে বলা হয়েছে তা কিন্তু আমাদের একাডেমিক শিক্ষা দিতে পারে না, অর্থাৎ এগুলো আমাদের একাডেমিক সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। কিন্তু কর্ম ক্ষেত্রে সত্যিকারের কর্মদক্ষতা প্রদর্শন এবং প্রতিষ্ঠান এর জন্য সত্যিকারের IT environment নিশ্চিত করতে হলে স্কিল গুলোর কোন বিকল্প নেই। তবে এগুলো অর্জন করা খুব কঠিন কিছু নয়। এর জন্য দরকার কি করতে হবে সেটা জানা এবং তা অর্জনের জন্য নিবেদিত ইচ্ছা শক্তি। বর্তমানে ইন্টারনেটের যুগে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে এগুলো আমরা সহজে শিখতে পারি, তবে একজন মেন্টর থাকলে আরো ভালো হয়। সর্বোপরি আমরা অনলাইন বিভিন্ন কোর্স করতে পারি এবং সেই নলেজ কে কাজে লাগিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে ভেন্ডর সার্টিফিকেশন অর্জন করতে পারি যা আমাদেরকে কর্ম ক্ষেত্রে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখবে। কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে বিষয়টা কিছুটা কঠিন। আমাদের অভিভাবকরা মনে করে সন্তান তো ইঞ্জিনিয়ারিং পড়ছে এবং পড়াশোনা শেষ করলেই উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। বিষয়টি আইটি সেক্টরে মোটেই সেরকম না। আইটি সেক্টরে ভবিষ্যতে কর্ম জগতে নিজের জায়গা করে নিতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের স্কিল অর্জন করা অপরিহার্য। এ ক্ষেত্রে কিছুটা আর্থিক বিনিয়োগ এর প্রয়োজন রয়েছে, যেটা অভিভাবকদের উপলব্ধি করা জরুরি।
বিশেষ দ্রষ্টব্য: ভাষাগত দুর্বলতার জন্য দুঃখিত।
Howdy! This article could not be written any better! Looking at this post reminds me of my previous roommate! He constantly kept preaching about this. I’ll send this information to him. Fairly certain he’s going to have a good read. Thanks for sharing!
I appreciate, cause I found just what I was looking for. You have ended my 4 day long hunt! God Bless you man. Have a nice day.
We’re a group of volunteers and opening a brand new scheme in our community. Your site offered us with useful information to paintings on. You’ve performed a formidable job and our entire group can be thankful to you.