আমরা যারা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রফেশনাল ট্রেনিং এর বিশেষ প্রয়োজন রয়েছে। কম্পিউটার টেকনোলজি প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই পরিবর্তনশীলতার সঙ্গে তাল মিলানো, ভবিষ্যৎ কর্মজগতের জন্য স্কিল আপডেট, এমন কি কর্ম জীবনে প্রবেশ করার পরেও নিজেকে আপডেট রাখতে প্রফেশনাল ট্রেনিং এর কোন বিকল্প নেই। এক্ষেত্রে ট্রাডিশনাল ট্রেনিং সেন্টার অথবা ইন্টারনেট ভিত্তিক অনলাইন ট্রেনিং কোম্পানি সমূহ এই চাহিদা পূরণ করতে পারে। অনলাইন ভিত্তিক ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান গুলোর মান নিয়ে কোন প্রশ্ন নেই, কিন্তু সমস্যা হল ভাষাগত যোগাযোগ এবং অনলাইন পেমেন্ট জনিত জটিলতা। তাই ট্রাডিশনাল ট্রেনিং সেন্টার গুলো ই মূল ভরসা, সে ক্ষেত্রে নির্দিষ্ট কোন ট্রেনিংয়ের জন্য ট্রেনিং প্রতিষ্ঠান বেছে নেওয়ার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি অবশ্যই নজর দিতে হবে।
1. ট্রেনিং সেন্টার টি সংশ্লিষ্ট ভেন্ডর কর্তৃক সার্টিফাইড কিনা। যেমন মাইক্রোসফট প্রোডাক্ট সম্পর্কে জানতে মাইক্রোসফট সার্টিফায়েড প্রতিষঠান হলে ভালো তেমনি লিনাক্স শেখার জন্য রেড হ্যাট স্বীকৃত প্রতিষ্ঠান বা সিস্কো সার্টিফিকেশন এর জন্য সিস্কো সার্টিফাইড প্রতিষ্ঠান বা অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ভেন্ডর কর্তৃক সার্টিফাইড কিনা যাচাই করে নেওয়া ভালো।
2. ট্রেনিং সেন্টার টি সার্টিফাইড না হলেও চলবে যদি তার ট্রেইনার ভেন্ডর সার্টিফাইড ও প্রফেশনাল পোর্টফোলিওর অধিকারী হয়ে থাকে। ট্রেইনার সার্টিফাইড কিনা এটা জানার অধিকার একজন ট্রেইনির অবশ্যই আছে। প্রত্যেক ভেন্ডর সার্টিফাইড প্রফেশনাল এর ভেন্ডর আইডি থাকে, যা সংশ্লিষ্ট ভেন্ডর ওয়েবসাইট থেকে ভেরিফাই করে নেওয়া যায়। তবে আমাদের দেশের প্রেক্ষাপটে ভেন্ডর সার্টিফাইড প্রফেশনাল এর সংখ্যা অত্যন্ত সীমিত এবং ভেন্ডর সার্টিফাইড না হয়েও প্রফেশনালি দক্ষ হতে পারে। সে ক্ষেত্রে প্রফেশনাল পোর্টফোলিও যাচাই করে নেওয়া জরুরী। যেমন একজন ওয়েব ডিজাইনারের কি কি ওয়েবসাইট পাবলিস্ড আছে, গ্রাফিক্স ডিজাইনার এর ডিজাইন ভিত্তিক কি পোর্টফোলিও আছে, ফ্রিল্যান্সারের মার্কেটপ্লেস প্রোফাইল, SEO স্পেশালিস্ট এর ক্লায়েন্ট ফিডব্যাক, সফটওয়্যার আর্কিটেক্ট এর সফটওয়্যার পোর্টফলিও, নেটওয়ার্ক আর্কিটেক্ট এর নেটওয়ার্ক ডিজাইন পাবলিকেশন ইত্যাদি যাচাই করে নেওয়া যেতে পারে।
3. ট্রেনিং সেন্টার টি প্রয়োজনীয় লেটেস্ট ট্রেনিং উপকরণ দ্বারা সমৃদ্ধ কিনা। যেমন পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার, নেটওয়ার্কিং এর জন্য পর্যাপ্ত সংখ্যক নেটওয়ার্ক ডিভাইস সমূহ, সিস্কো সার্টিফিকেশন কোর্স এর জন্য অরিজিনাল ডিভাইস সমূহ, সার্ভার ও ডাটা সেন্টার কনফিগারেশন এর জন্য জন্য ডেডিকেটেড সার্ভার কম্পিউটার আছে কিনা যাচাই করে নেয়া জরুরি।
4. অফ আওয়ার প্র্যাকটিস সুবিধা, অনলাইন/রিমোট হেল্প সুবিধা আছে কিনা।
5. জব প্লেসমেন্ট ফেসিলিটি/হেল্প ডেক্স আছে কিনা। পূর্বের প্রশিক্ষনার্থীদের প্রফেশনাল ডাটাবেজ আছে কিনা।
বিশেষ দ্রষ্টব্য: আমাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে এই ধরনের চিন্তা ধারা অমূলক মনে হতে পারে কিন্তু নিজেদের ভালোর জন্য সর্বোপরি দেশের উন্নতির জন্য শুরু করা প্রয়োজন।
Find your training and certification solution from a Microsoft Learning Partner:https://www.microsoft.com/en-us/learning/partners.aspx
I think this is among the most significant info for me. And i’m glad reading your article. But wanna remark on few general things, The website style is wonderful, the articles is really excellent : D. Good job, cheers
Thanks for sharing excellent informations. Your site is so cool. I am impressed by the details that you have on this web site. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for more articles. You, my pal, ROCK! I found simply the info I already searched all over the place and simply could not come across. What a great web-site.